মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় পানিতে ডুবে রুবেল আকন (১১) নামে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রুবেল মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা গ্রামের ইজিবাইক চালক রিয়াজ আকনের পুত্র ও উপজেলার বাইশকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। নিহত স্কুল ছাত্রের দাদী রওশন আরা বেগম জানান, রুবেল রোববার ছাগল নিয়ে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে ফসলী মাঠে যায়।
পরে বাড়িতে আর ফিরে না আসায় বিকেলে পরিবারের লোকজন খোঁজাখোজি শুরু করে। এক পর্যায়ে মাঠের মধ্যে একটি পুকুরের পানিতে রুবেলকে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী রেজা জানান, খবর পেয়ে পুলিশ রোববার রাতে নিহত স্কুল ছাত্রের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্কুল ছাত্রের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।