বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশ ও বরিশাল র্যাব-৮ এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দল সরদার মোঃ নান্না হাওলাদার (৩৯) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে। গতকাল কাঠালিয়া থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
কাঠালিয়া রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: মাসুদ রানা জানান, আটকৃত নান্নার বিরুদ্ধে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, খুলনা ও বাগেরহাট সহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাইয়ের ১৫ টি মামলা রয়েছে। তাকে আটকের সময় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কাঠালিয়া উপজেলার সাতানি বাজার থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়ায়া উপজেলার নয়াখালী গ্রামে।
প্রেস ব্রিফিংয়ে কাঠালিয়া থানার অফিসার ইন র্চাজ মো: নাসির উদ্দীন সরকার উপস্থিত ছিলেন।