পাঁচদিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) শিক্ষানবিশ চিকিৎসক এ.এস.এম সাইদ সােহাগ নিখোঁজ রয়েছেন। তিনি পি.জি.টি কোর্সে অধ্যায়নরত। নিখোঁজ সাইদ সােহাগের বড় ভাই শামীম সরোয়ার জানিয়েছেন, সাইদ সোহাগ ইন্টার্নী হোস্টেলের নিচতলার একটি কক্ষে থাকতো।
২৩ জুন ভোররাত আনুমানিক সাড়ে চারটায় তন্ময় নামে একলোক মোবাইলে তাকে জানায় সাইদ সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার কক্ষেও নেই। শামীম সরোয়ার তার ভাইয়ের মোবাইলে কল করলে প্রথমে কল রিসিভ হয়নি। পরে মোবাইলটি বন্ধ পায়। শেষে সে বরিশাল এসে দেখে, ইন্টার্ন চিকিৎসক সাইদ সোহাগের ব্যবহৃত মােবাইল সেট তার কক্ষের মেঝেতে পড়ে আছে। মানিব্যাগ টেবিলের ওপর। কাপড়-চোপড় ও বইপত্র সবকিছুই কক্ষে ঠিকমত রয়েছে। শুধু সাইদ সোহাগ নেই।
নিখোঁজ সাইদ সোহাগের বাড়িঝিনাইদহ জেলার মহেষপুর থানার সরুপপুর গ্রামে। পিতার নাম মশিউর রহমান ও মায়ের নাম মনোয়ারা খাতুন।এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজের বড় ভাই শামীম সরোয়ার। জিডি নম্বর ১৩১০।