• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদুল আজহা ১২ আগস্ট

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ২৩:১৫ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজহা ১২ আগস্ট

বিডি ক্রাইম ডেস্ক ॥
আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। দেশটির আবহাওয়া অধিদফতরের কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কুয়েতের আবহাওয়াবিদ আদেল আল সাদোন কুনাকে বলেছেন, দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী ১১ আগস্ট (রোববার)। সৌদি আরবেও একই দিন পবিত্র ঈদুল আজহা পালন করা হতে পারে।

তিনি বলেন, পবিত্র জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ২ আগস্ট (শুক্রবার) এবং সৌদি আরবের মক্কা নগরীতে আরাফাত ময়দানে লাখ লাখ মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন ১০ আগস্ট (শনিবার)।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২২ জুলাই থেকে সৌদি স্টক এক্সচেঞ্জ দীর্ঘ ছুটি ঘোষণা করেছে। ৯ থেকে ১৭ আগস্ট ৯ দিনের ছুটি পালন করবে স্টক এক্সচেঞ্জ।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরদিন মুসলিমদের অন্যতম এ উৎসব ১২ আগস্ট বাংলাদেশে পালিত হতে পারে ।