• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদুল আজহা আজ

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৯, ২০২৩, ০১:২১ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা আজ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে।

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করবেন। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাবেন কবরস্থানে। চিরবিদায় নেওয়া তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানাবেন।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

বরিশাল জেলার আট হাজার মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। নগরীতে প্রধান জামাত হবে বান্দরোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বৃহস্পতিবার সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় প্রধান জামাত হবে নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে। সকাল সাড়ে ৭টায় এই জামাত হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম।

বরিশাল জেলার সর্ববৃহৎ জামাত হবে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই পীরের দরবার শরীফে। এখন পর্যন্ত সময় চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন চরমোনাই মিডিয়া সেলের সদস্য এসএম সানাউল্ল্যাহ। তবে তিনি জানিয়েছেন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে জামাত হতে পারে। চরমোনাইতে মাত্র একটি জামাত অনুষ্ঠিত হবে।

জেলার মধ্যে দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত হবে উজিরপুরের গুঠিয়ার নান্দনিক বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে। এই মসজিদের ইনচার্জ মাইনুল সর্দার জানিয়েছেন, সকাল ৮টায় এখানে জামাত হবে। এ মসজিদেও একটি জামাত হবে বলে জানিয়েছেন তিনি।

তৃতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠির এনএইচ কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

দুইটি করে জামাত হবে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে।
বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের জানান, সকাল ৮টায় প্রথম জামাত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

নগরীর গির্জামহল্লার জামে কসাই মসজিদের খতিব মাওলানা কাজী আব্দুল মান্নান জানিয়েছেন, সকাল ৭টায় প্রথম ও ৯টায় দ্বিতীয় জামাত হবে।

নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত হবে। আলেকান্দা নূরিয়া স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। নগরীর চৌমাথা মারকাজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।