গলাচিপা প্রতিনিধি ॥
পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত ৬জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পানপট্টি ইউনিয়নের বাশঁতলা গ্রামে। এঘটনায় পুলিশ ইউপি সদস্যসহ ১৪জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পানপট্টি ইউনিয়নের বাঁশতলা গ্রামের হাজী বাড়ি ও মুন্সিবাড়ির সাথে ৩ একর জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বুধবার বিকেলে দুই বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় জাহির হাজী বাড়ীর দক্ষিণ পার্শ্বে ইউপি সদস্য রফিক মুন্সি গং ও আবুল কালাম গংয়ের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
রিয়াজ (২৩), কাদের (৫০), ফোরকান (৫৫), মহিউদ্দিন (৩২), বাহাদুর (৩৫), নাসির (৫০) ও আক্কাস আহত হয়।
আহতদের গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত কাদের ও রিয়াজকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পরে বৃহস্পতিবার দিনগত রাত ৩টা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ মারা যায়।
শুক্রবার গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ ঘটনাস্থলে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ইউপি’র ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকসহ ১৪ জনকে আটক করে।
এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান যে, এ ঘটনায় যারা জড়িত সকলকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।