• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৫১

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৬, ২০২০, ১৫:৩০ অপরাহ্ণ
পটুয়াখালীতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৫১

বিডি ক্রাইম ডেস্ক॥ পটুয়াখালীতে নতুন করে আরও ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।

আজ সোমবার জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সর্বোচ্চ ৫১ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৬ জন, গলাচিপায় ১০ জন, মির্জাগঞ্জে ৬ জন, কলাপাড়ায় ৫ জন, বাউফলে ৪ জন রয়েছেন।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

এদিকে, সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত পটুয়াখালী জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় চারজন, বাউফলে আটজন, দুমকিতে তিনজন, কলাপাড়ায় দুইজন, গলাচিপায় দুইজন এবং মির্জাগঞ্জ, দশমিনা ও রাঙ্গাবালীতে একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

 

অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩০ জন মারা গেছেন। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় নয়জন, বাউফলে আটজন, গলাচিপায় আটজন, দুমকিতে চারজন, কলাপাড়ায় একজন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

 

এছাড়া ৫২৮ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১২৮ জন। আর বর্তমানে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৩৫৩ জন।