• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৯, ২০২০, ১১:৫০ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক॥ কোভিডের উপসর্গ নিয়ে পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালে আজ বুধবার ভোরে এক ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি পটুয়াখালী শহরে। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

 

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান কোভিডের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি কয়েক দিন ধরে জ্বর-হাঁচি-কাশিতে ভুগছিলেন। গত সোমবার সকালে তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। গতকাল মঙ্গলবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

আজ ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। কোভিড-১৯ প্রটোকল অনুয়ায়ী মৃত ব্যক্তিকে সৎকার করার নির্দেশনা দেওয়া হয়েছে।