• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, শ্বশুর গ্রেফতার

admin
প্রকাশিত জুন ২৮, ২০১৯, ০১:২৫ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, শ্বশুর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলা কর্মকারকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় শ্বশুর বাবুল কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

২৪ মে দোলা কর্মকারকে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালায় এমন অভিযোগে দোলার মা কল্পনা রানী পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় দোলার স্বামী, শাশুড়ি সাধনা কর্মকার, শ্বশুর বাবুল কর্মকার, ভাসুর গবিন্দ কর্মকার, মামা শ্বশুর গৌতম কর্মকার ও মামাত ভাই নিত্য কর্মকারকে আসামি করা হয়েছে।