নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের নবজাতকরে বিশেষ কেয়ার ইউনিট (স্কানো) তে অক্সিজেনের অভাবে মোঃ ইমাম উদ্দিন নামে ৭ দিন বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ করছেন শিশু’র স্বজনরা। গতকাল দুপুর সোয়া ১ টায় হাসপাতারের স্কানো বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু বরন করে। নিহত শিশুটির বাবা দুমকি সাতানিয়া ইফতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল ইসলাম অভিযোগ করেন, গত ১১ ডিসেম্বর সকালে তার গর্ভবতী স্ত্রী মোসাঃ খাদিজা বেগমকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করান। ১২ ডিসেম্বর সে একটি পুত্র সন্তান জন্ম দেয়। তবে শিশুটির কিছু সমস্যা আছে বলে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালের নবজাতদের বিশেষ কেয়ার ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিলো। গতকাল মঙ্গলবার দুপুরে শিশুটির শ্বসকষ্ট শুরু হলে তাকে অক্সিজেন দেয়া’র প্রয়োজন হয়। কিন্তু কর্তব্যরত নার্সরা জানান ওয়ার্ডে অক্সিজেন নেই। পরে শিশুটির স্বজনরা পাশের ওয়ার্ড থেকে অক্সিজেন নিয়ে আসলেও শিশু তখন আর বেঁচে নেই। এ ঘটনায় মোঃ ইমদাদুল ইসলাম দুপুরে শিশু সন্তানের মৃত দেহ নিয়ে পটুয়াখালী প্রেসক্লাবে উপস্থিত হয়ে স্বাস্থ্য খাতের এই অব্যাবস্থাপনা ও সংকটের কথা বলে কান্নায় ভেঙ্গে পরেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন দক্ষিন ধরান্দি গ্রামে। এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মান্নান জানান, হাসপাতালের অক্সিজেনের কিছুটা সংকট রয়েছে। তবে গাইনী ও স্কানো’তে সার্বক্ষনিক অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়। এর পরও অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।