• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী-২: উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করলেন হাসীব আলম

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৩, ১৬:৫১ অপরাহ্ণ
পটুয়াখালী-২: উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করলেন হাসীব আলম

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনের লক্ষ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য হাসীব আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

বৃহস্পতিবার (৩০নভেম্বর) বেলা ৩.০০ টায় তিনি বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার,সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বশির গাজী এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।মনোননয়ন পত্র দাখিলের সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার কর্মী সমর্থক ভীড় জমায়।

মনোনয়ন পত্র দাখিল শেষে হাসীব আলম সাংবাদিকদের বলেন, “বাউফলের আপামর জনসাধারণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ও ভালোবাসার প্রতিদান দিতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। একটি সুখী,সুন্দর ও সমৃদ্ধ বাউফল গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। ”

মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার,বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দীন ফরাজী, দাসপাড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. মহসীন,বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান,বাউফল ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামশেদ।