• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী পৌরসভায় ভোটগ্রহণ চলছে

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৯, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ণ
পটুয়াখালী পৌরসভায় ভোটগ্রহণ চলছে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ উৎসবমুখর পরিবেশে চলছে পটুয়াখালীর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। মেয়রপ্রার্থী ডা. শফিকুল ইসলাম টাউন জৈনকাকাঠি ডোনাবান স্কুল সেন্টারে সকাল ৯টায় ভোট দেন। দুই প্রার্থীই ভোটের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পটুয়াখালী পৌর শহরের ২৪ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুজন এএসআই, চারজন পুলিশসহ ৯ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ৪ টিম ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পৌরসভার মোট ৫০ হাজার ৬৯৯ ভোটারের বিপরীতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪১ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জনসহ মোট ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।