• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর দারছিরা নদীতে সেতু নির্মাণ কাজের উদ্বোধন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১৮:৪০ অপরাহ্ণ
পটুয়াখালীর দারছিরা নদীতে সেতু নির্মাণ কাজের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার দারছিরা নদীর ওপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায় দারছিরা নদীর উপরে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান।

এ সেতু নির্মাণ হলে উপজেলার প্রায় ৩ লক্ষাধিক সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবি এবং ভোগান্তির অবসান ঘটবে। একই সঙ্গে খালগোড়া ও বড়বাইশদিয়ার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটবে বলে প্রত্যাশা সবার।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিববুর রহমান বলেন, সেতুটি রাঙ্গাবালির মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। তাছাড়া এই চরাঞ্চলের মানুষের ভোগান্তি লাঘবে বিছিন্ন এলাকায় শতভাগ বিদ্যুৎ এর আওতায় এনেছেন। যা এই এলাকার মানুষ কখনো স্বপ্নেও ভাবেনি। তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। তাছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ পুনরায় নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে ঋণ শোধ করা হবে।