• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে ৬ কেজি গাজাঁসহ গ্রেপ্তার ১

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ১৭:০৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে ৬ কেজি গাজাঁসহ গ্রেপ্তার ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর মহিপুরে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুই বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়। আজ রোববার সকালে নিয়মিত চেক পোস্টের অংশ হিসেবে মহিপুর ব্রীজ এলাকায় সিএনজি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গ্রেপ্তারকৃত ওউ যুবকের নাম সুজন। তিনি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানায়, নিয়মিত চেক পোস্টের অংশ হিসেবে প্রতিদিনের মত আজও সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনকালে কুয়াকাটা মুখী একটি সিএনজি সন্দেহ হলে তল্লাশি করে সুজন নামের ও যুবককে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছে থাকা একটি কলেজ ব্যাগে হলুদ পলিতে মোড়ানো ৪ টি পোটলায় ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবক সুজন একাধিক মাদক মামলার আসামি, নিয়মিত চেকপোস্ট’র ভিত্তিতে ডিউটিরত ফোর্স অভিযান পরিচালনা করে মহিপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে ৬ কেজি গাজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে মামলার প্রস্তুত করেছি এবং আদালতে প্রেরণ করা হবে।