• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে ৫’শ পিস ইয়াবাসহ আটক ১

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৪, ১৬:৫৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে ৫’শ পিস ইয়াবাসহ আটক ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা থেকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ।

সোমবার (২২ জানুয়ারি) সকালে গলাচিপা থানাধীন গোলখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব কুমার সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিজান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. মিলন হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করে ৷

আটককৃত মো. মিলন হাওলাদার (৩৭) গলাচিপা উপজেলার রতনদী ইটবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়া হাওলাদার এর ছেলে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান বলেন, ‘আমাদের জেলা পুলিশ এর একটি চৌকস টিম সকাল সাড়ে ৭ টার দিকে হরিদেবপুর বাস স্ট্যান্ড থেকে ৫০০ পিস ইয়াবা সহ মিলন হাওলাদার নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রায়। আসামির বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।