• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৪, ১৩:২৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর বাউফলে মোহাম্মদ শাহ—আলম (৫০) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তার পূর্বে হৃদরোগ থাকায় অতিরিক্ত গরমে স্ট্রোক করেছে বলে নিশ্চিত করেছেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা।

নিহতের পরিবার থেকে জানানো হয়েছে, গত শনিবার (২০ এপ্রিল) তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি বাউফলে আসেন। সোমবার (২২ এপ্রিল) রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে নেয়া হলে তিনি সস্টোক করেছেন বলে সেখানকার চিকিৎসকরা জানান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়। বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরন করেন।

নিহতের মেয়ে শিমু আক্তার জানান, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে তাদের জানিয়েছেন শেবাচিমের দায়িত্বরত ডাক্তার। এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, তিনি রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়।