বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুব তালুকদারের দুই কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির (৫০) এবং উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম (৫০)। দুজনই সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুব তালুকদারের সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মাহাবুব তালুকদারের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ওই দুই নেতা বালিয়াতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে আসছিলেন। এ সময় গোডাউন ঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ। ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।