• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে স্কাউটিং আর্থ আওয়ার উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৩, ২০২৪, ১৩:৩৪ অপরাহ্ণ
পটুয়াখালীতে স্কাউটিং আর্থ আওয়ার উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সুনান বিন মাহবুব, পটুয়াখালীঃ “পৃথিবীকে এক ঘন্টা সময় দিন” এই প্রতিপাদ্য নিয়ে স্কাউটিং আর্থ আওয়ার ২০২৪ উদযাপন উপলক্ষে ২৩ মার্চ শনিবার বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলা ও জেলা রোভার এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার এর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলা শাখার উপ-পরিচালক শাকিলা ইয়াছমিন, পটুয়াখালী জেলা রোভার কোষাধ্যক্ষ মোঃ মাহাবুব আলম, বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সদর উপজেলা সম্পাদক মনীন্দ্র চন্দ্র দত্ত, পটুয়াখালী জেলা রোভার যুগ্ম সম্পাদক মোঃ সেলিম মৃধা, জেলা স্কাউট লিডার সাইদুল হক আজাদ, জেলা কাব লিডার আব্দুল কাউয়ুম। উল্লেখ্য, স্কাউটিং বিশ্বব্যাপি স্বীকৃত একটি শিক্ষ মূলক যুব আন্দোলন। স্কাউটিং এর মাধ্যমে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে স্কাউটরা তাদের ব্যক্তি জীবনে মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে। র‌্যালি ও আলোচনা সভায় বাংলাদেশ স্কাউটস,পটুয়াখালী জেলা ও জেলা রোভার এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।