পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী শহরে ফের সক্রিয় হয়ে ওঠেছে সবুর-সিফাত সন্ত্রাসী বাহিনীর কার্যক্রম। সম্প্রতি স্থানীয় নির্বাচনের জের ধরে এক সাংবাদিককে পিটিআই রোডে লাঞ্চিত করে এ বাহিনীর সদস্যরা। এছাড়াও স্থানীয় এক ব্যবসায়ীকে চাদা না দেওয়ার কারনে নির্বাচনের দিন মারধর করে। জানা গেছে, এই বাহিনীর সদস্যরা পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতির নামে বিভিন্ন দোকান দখল করে সেখানে মাদকের ব্যবসা চালাচ্ছে।
সন্ধ্যা হলেই পিটিআই স্কুলের ভিতরে চলে তাদের মাদকের রমরমা আসর। আর এই মাদকের কার্যক্রমের মূল হোতা হল সাবেক ছাত্রলীগ নেতা সবুর খান এবং আমিনুর রহমান সিফাত। স্থানীয়রা জানিয়েছেন, এই মাদক ব্যবসায়ীরা প্রতিদিন রাতে পিটিআই স্কুলের অভ্যান্তরে এবং পিটিআই স্কুলের সামনে ভাড়া করা দোকানে বসে মাদক গ্রহন করে। এদের দুজনের বাসা পিটিআই রোডের বাহিরে হলেও তারা তাদের মাদকের ব্যবসার জন্য এখানে তাদের দলবল নিয়ে মহড়া দিতে থাকে। এলাকার বাসিন্দারা তাদের ভয়ে সারাক্ষণ অতিষ্ঠ থাকে।
তাদের নামে মাদকের মামলাও রয়েছে। কিন্তু বর্তমানে আবাসিক এলাকা পিটিআই রোডে ছাত্রলীগের সভাপতির নামে একটি কার্যালয় ভাড়া নিয়ে সেখানে মাদকের ব্যবসা চালাচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্ত সিফাত এবং সবুরের বক্তব্য নেয়ার চেষ্টা করলে মুঠোফোনে তাদের সংযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ বলেন, মাদকসেবীদের স্থান ছাত্রলীগে নেই। কেউ যদি ছাত্রলীগের নাম করে এমন কর্মকান্ড করে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। পটুয়াখালী সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন, সাংবাদিককে লাঞ্চিতর ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।