ভাইরাল কল রেকর্ড প্রসঙ্গে আইনজীবী জাহাঙ্গীর হোসেন হুমকির সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘কল রেকর্ড ভাইরাল হওয়া ভালো, এতে অসুবিধা নেই। সে গালমন্দ পায় দেখে, তাকে গালাগাল করেছি। সে (আলতাফ) আমার ছোট ভাই থেকে বীমা করার জন্য তিন লাখ টাকা নিছে। সেটা ফেরত দেয় না, তাই গালমন্দ করেছি। তার (আলতাফ) মাইরে মাফ নাই। টাকা ফেরত দেবে, নইলে মাইর খাইবে- সোজা কথা।’এ বিষয়ে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সংক্রান্ত বিষয় নিয়ে জাহাঙ্গীর আমাকেও গালমন্দ এবং হুমকি দিয়েছে। সভাপতি মনোনয়নের বিষয়ে আমার কিছু করার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক (ডিসি) মহোদয় যাচাই-বাছাই করে সভাপতি মনোনয়ন দেন।’
বাউফল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘সাধারণ ডায়েরি করা হয়েছে। এটি আইনি প্রক্রিয়ায় সামনে এগোবে।’