সুনান বিন মাহাবুব, পটুয়াখালী॥ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের খ্যাতনামা বুদ্ধিজীবিদের র্নিবিচারে হত্যা করে দেশকে মেধা শূন্য করতে অপচেষ্টা চালোনো হয়েছিল। তাদের আত্মত্যাগের কথা স্মরন রেখে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসন এর আয়োজনে নানা কর্মসূচি পালন করেছে।
দিবসটি উপলক্ষে ১৪ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পুরাতন জেলখানা, মাদবর বাড়ি এবং ডিসি বাংলা সংলগ্ন গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের নেতৃবৃন্দ।