• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে মাদক ব্যবসা নির্মূল করতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২২, ২০২৪, ২০:১৬ অপরাহ্ণ
পটুয়াখালীতে মাদক ব্যবসা নির্মূল করতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালী সদর উপজেলা ইটবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শারিকখালী গ্রামে মাদকদ্রব্য ব্যবসা নির্মূলকরতে অসংখ্য মামলার আসামী মাদক সম্রাটঙ্গী সুমনা ও তার সহযোগী মামুন ফকির, সুমন ফকির ও রাসেল ফকিরকে গ্রেফতার করে বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বেলা ১২ টায় ১নম্বর ব্রীজ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি দুই শতাধিক এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ইটবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহআলম, সাবেক মেম্বার ইউনিয়ন সিনিয়র সহসভাপতি শফিনুর ইসলাম লিটন, সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সিহাব উদ্দিন মামুন,

ইটবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী মাদবর, সালেহা নুরানী আজাহারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আতাউল্লা জামানী সহ অন্যান্যরা। বক্তারা বলেন, এলাকার পরিবেশ ও যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে এ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবী জানান।

এছাড়া এ মাদক ব্যবসায়ীরা এলাকার নিরিহ মানুষের নামে যে মিথ্যা মামলা করে হয়রানি করছে তা প্রত্যাহার করতে হবে।