• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৩, ১৫:২৮ অপরাহ্ণ
পটুয়াখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালী জেলা প্রশাসন এর আয়োজনে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার প্রথম প্রহরে ডিসি স্কয়ারে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

এছাড়াও সকাল ৬.৪৫ মিনিটে বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে, ডিসি বাংলোর সামনে, পুরাতন জেলখানা এবং মাতুব্বর বাড়ি সংলগ্ন গণকবরে পুষ্পস্তাবক অর্পন করেন সংসদ সদস্য এ্যাড.আফজাল হোসেন,

মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ারসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন। পুষ্পস্তাবক অর্পন শেষে সকাল ৭.৪৫ মিনিটে সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের হয়ে এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

পরে এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস বাদল দল, রোভা স্কাউটস, গার্লস গাইড, জেলা সদরের প্রাথমিক বিদয়ালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং শিশু- কিশোর সংগঠনের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।