• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতে ২ জেলের সাজা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৩, ১৬:৪৪ অপরাহ্ণ
পটুয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতে ২ জেলের সাজা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালী দশমিনা তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার চর শাহজালাল ইউনিয়নের মো. কবির (২৭) ও একই এলাকার মোফাজ্জেল (২৮)।

এর আগে উপজেলার তেঁতুলিয়া নদীতে অবরোধ কালীনকালে মাছ ধরার সময় মেনির ফিশারিজ মো. নাজমুল হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ ওই দুজনকে আটক করে। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে সাজা দিয়ে কারাগারে পাঠান।