• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৩, ২০:১৭ অপরাহ্ণ
পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. শহিদ আলম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পিঁপড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হাশেম আকনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পুকুরের পানি সেচ দেওয়ার জন্য বিদ্যুৎচালিত মোটর পুকুর পাড়ে রেখে নিজ ঘর থেকে বিদ্যুৎ লাইন দিয়ে মোটর চেক করার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।