• ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় আটক ১

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১২, ২০২৫, ২০:২৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় আটক ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় আরও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) পটুয়াখালী সদর থানায় মামলাটি দায়ের করেন কার্যালয়ের কেয়ারটেকার মোস্তফা আকন। (মামলা নং ১৭)।

শনিবার (১২ জুলাই) সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ গণমাধ্যমে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদা না পেয়ে এবং পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে ২০২২ সালের ২ মার্চ বনানীস্থ জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত শুক্রবার রাতে মামলায় ৮ নম্বর আসামি হিসেবে নাম থাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উজ্জল বোসকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন-জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ,

সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম সোয়েব, পৌর আওয়ামী লীগের তথ্য সম্পাদক আবুল কালাম আজাদ,

সহ-সভাপতি সুলতান আহম্মেদ মৃধা ও উজ্জ্বল বোস সহ মোট ৯৭ জন। এছাড়াও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামী করা হয়েছে।

এ ঘটনায় জেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।