• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে বিএনপির মশাল মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৩, ১৫:১১ অপরাহ্ণ
পটুয়াখালীতে বিএনপির মশাল মিছিল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ অবরোধের সমর্থনে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই প্রথমবার শহরের প্রবেশ পথের প্রধান সড়ক, জেলা প্রশাসক ও পুলিশ লাইনের সামনের সড়কে মশাল মিছিল করলো তারা।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শহরে প্রবেশের প্রধান ফোর লেন সড়কের রুস্তুম মৃধা কালভার্ট এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া সবাইকে হাতে মশাল নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

মশাল মিছিল সংশ্লিষ্ট বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ও ছবি বিএনপির মিডিয়া সেল থেকে সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। মশাল মিছিলে পটুয়াখালী জেলা ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকে দেখা যায়।

তবে মিছিল পরবর্তী সময়ে এবিষয়ে বিস্তারিত জানতে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।