সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা, পুরস্কার বিতরন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট মঙ্গলবার সূর্যোদ্বয়ের সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, পটুয়াখালী প্রেসক্লাব ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন দফতর সমূহ।
এছাড়াও বাদ যোহর পটুয়াখালীর বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।