বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালী আইনজীবী সমিতির সামনে বউ নিয়ে টানাহেচরা করার আলোচিত ঘটনার অবশেষে মীমাংসা হয়েছে।
শুক্রবার রাতেই দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হাওলাদার বাড়িতে বসে ফয়সালা হয়। এরপরই শ্বশুরবাড়ী থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ফেরেন লিটন।
দুটি সন্তানের ভবিষ্যৎ দিক চিন্তা করে সামনের দিনে সুন্দর ভাবে একত্রে জীবন যাপনের প্রত্যয় ব্যক্ত করেন এই দম্পতি।
এক বছর আগে দাম্পত্য কলহের কারণে রাগ করে বাবা মায়ের কাছে চলে যান লিটনের স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি। এরপর তাকে বারবার ফিরে আসতে বললেও না ফিরে আসায় ক্ষিপ্ত হয়ে মুন্নি ও তার বাবা মা ভাইয়ের নামে আদালতে মামলা করেন লিটন।
মামলায় আদালতে হাজির হতে আসলে স্ত্রীকে দেখে আবেগে আপ্লুত হয়ে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য হাতধরে টানাটানি করেন।
প্রসঙ্গত, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘ এক বছর আলাদা থাকার পর রাস্তায় স্ত্রীকে দেখতে পেয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার বউ আমার বউ বলে টানাটানি করেন লিটন আকন নামের যুবক।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে। একটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে, দু-একজন ছেলেটিকে বাধা দিচ্ছে এমন দৃশ্য দেখতে ভীড় করে উৎসুক জনতা।
অনাকাঙ্খিত ঘটনাটি থামাতে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন তাদের ডেকে তার চেম্বারে নিয়ে যান এবং স্বামী-স্ত্রীর জেনে তাদেরকে বাড়িতে গিয়ে ঝামেলা নিরসন করতে বলেন।