• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় জীবন দিলেন স্কুল ছাত্রী

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৩, ১৬:৫১ অপরাহ্ণ
পটুয়াখালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় জীবন দিলেন স্কুল ছাত্রী

মহিবুল্লাহ পাটোয়ারী, কলাপাড়া॥ পটুয়াখালীর মহিপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাজমুনা(১৬) নামের নবম শ্রেনীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত শিক্ষার্থী হাজমুনা মহিপুর ওয়ার্ডের নজরুল ইসলামের ছোট মেয়ে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোররাতে
নিজেদের বসত ঘড়ের বারান্দার আড়াড় সাথে ফাঁস দেওয়া অবস্থায় ওই শিক্ষার্থীকে ঝুলতে দেখে তার বোন। পরে সবাইকে খবর দিলে ঘটনাস্থলে মহিপুর থানা পুলিশ গিয়ে মৃত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে,গত ‘ক’ দিন ধরে কোন এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক চলছিলো ওই শিক্ষার্থীর।পরে গত দুদিন আগে ওই ছেলের সাথে এক দিনের মধ্যে বিয়ে দিয়ে দিতে বলেন হাজমুনা।বিয়ে না দেওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃফেরদৌস আলম খাঁন বলেন, এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থীর পিতা নজরুল ইসলাম। তাছাড়া লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।