• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে নেশাগ্রস্ত অবস্থায় এমপি প্রার্থীকে গালিগালাজ করে ফেসবুক লাইভ যুবলীগ নেতার

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৩, ১৪:৫৭ অপরাহ্ণ
পটুয়াখালীতে নেশাগ্রস্ত অবস্থায় এমপি প্রার্থীকে গালিগালাজ করে ফেসবুক লাইভ যুবলীগ নেতার

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে জেলা প্রশাসনের বাসভবনের পাশে নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গের সম্পর্কে কটুক্তি এবং গালিগালাজ করে সমালোচিত হয়েছে যুবলীগ নেতা সাগর আলামীন। তিনি পটুয়াখালী জেলা যুবলীগ নেতা এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের অনুসারী। নেশাগ্রস্ত অবস্থায় রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্পর্কে কটুক্তির একটি ভিডিও ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে সাগর আলামীন ফেসবুক লাইভে কথা বলছে এবং পটুয়াখালী-১ আসনের আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী জাতীয় পার্টির রুহুল আমীনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এছাড়াও তিনি বলেছেন পটুয়াখালীর সকল রাজনৈতিক নেতারা খারাপ। তারা পটুয়াখালীতে কোনো কাজ করেনি।

তবে ভিডিওটি ভাইরাল হলে এবং বিভিন্ন মহলে সমালোচিত হওয়ার সাথে সাথে ফেসবুক থেকে সরিয়ে ফেলে যুবলীগ নেতা।

এ ব্যাপারে পটুয়াখালীর একাধিক রাজনৈতিক ব্যক্তিরা ঐ যুবলীগ নেতার এমন কর্মকান্ডের সমালোচনা করেছেন এবং শাস্তি দাবি করেছেন। তারা বলেছেন, ডিসি বাংলা রোডে রাজনৈতিক নেতাদের কটুক্তি করে এ এমন ফেসবুক লাইভ খুবই নিন্দনীয় ব্যাপার। প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিৎ।

তবে ভাইরাল হওয়া ভিডিওর ব্যাপারে জানতে সাগর আলামীনের মুঠোফোনে ফোন দিলে সংযোগ পাওয়া যায়নি। এদিকে পটুয়াখালীর অধিকাংশ বিশিষ্ট ব্যক্তিবর্গ মতামত দিয়েছেন উক্ত যুবলীগ নেতা নেশাগ্রস্ত অবস্থায় এমন ভিডিও তৈরি করেছেন।