• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত ৪, গ্রেপ্তার ১

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৬, ২০২৪, ১৩:০৮ অপরাহ্ণ
পটুয়াখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত ৪, গ্রেপ্তার ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর কলাপাড়ায় পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৬ জুন) রাত ৮ টার দিকে কলাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে মোকছেদ (৪৫) ও সাইমুন ইসলাম (২২) নামের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহত শাকিব (১৫) ও বায়েজিদ (২০) নামের দুইজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোকছেদ ও সাইমুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

সূত্রটি আরও জানায়, বুধবার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা শেষে ঘোড়া প্রতীকের বিজয়ী প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের কর্মী সমর্থকরা রজপাড়া ভোট কেন্দ্র থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফিরছিল। পথিমধ্যে বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় দোয়াত কলম প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোক্কা মীরার কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় চারজন গুরুতর হয়েছেন। এদের মধ্যে দুইজন ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছে। ঘটনার পরপর নজির (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

ওসি আলী আহম্মেদ আরও বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এমন কিছু পেলে মামলা দায়ের করা হবে।