বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ রান্নার সময়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাছ ধরার একটি ফাইবার ট্রলার মালামালসহ পুড়ে গেছে। এ সময় দুই জেলে দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে চরগঙ্গামতি সংলগ্ন দেড়কিলোমিটার সাগর অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ জেলেরা হচ্ছেন— সাহেব আলী হাওলাদার (৪৫) ও মামুন (৩০)। এর মধ্যে সাহেব আলীর শরীরের ৮ শতাংশ পুড়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোট মালিক ইছা গাজী জানান, বরফসহ মালামাল নিয়ে বোটটি ৬ জেলেসহ ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে রওয়ানা দেয়। আনুমানিক বিকাল ৪টার দিকে সাগরের গভীরে গিয়ে দুপুরের রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের সুইচ অন করলে বিস্ফোরণে আগুন লেগে যায়। পরে জেলেরা সাগরে ঝাঁপ দিলে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে। আগুনে বোটসহ মালামাল সব পুড়ে গেছে। এ সময় দুই জেলে ঝলসে গেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি খোঁজ–খবর নিয়ে দেখা হচ্ছে।