• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে ঝড়ের তান্ডবে মৃত্যু-২, অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪, ১৮:৫৮ অপরাহ্ণ
পটুয়াখালীতে ঝড়ের তান্ডবে মৃত্যু-২, অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে রাতুল (১৪) নামের এক কিশোর ও এবং গাছ চাপায় সুফিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।  এছাড়াও পটুয়াখালীর বদরপুরে এবং বাউফলে বিভিন্ন এলাকায় আধাপাকা অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকালে ঝড়ের তান্ডবের ফলে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থাণীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, নিহত রাতুল বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের জহির সিকদারের ছেলে।

সে বজ্রপাতে মারা গেছে। নিহত সুফিয়া বেগম দাশপাড়া ইউনিয়নের চরআলগী গ্রামের মৃত আহম্মেদ প্যাদার স্ত্রী। ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে তিনি মারা যান। এ ছাড়া গোসিংগা এলাকায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে সাবিহা, তার মেয়ে ইভা ও দুই বছর বয়সী আরেক শিশু মারাত্মক আহত হয়েছে। পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রোববার (৭ এপ্রিল) ৩৫ মিনিট এ ঝড় স্থায়ী হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব দাস বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সহায়তা প্রদান করা হবে।