• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা খেলা উদ্বোধন

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ২০:৪২ অপরাহ্ণ
পটুয়াখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা খেলা উদ্বোধন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল,এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”তারুণ্যের উৎসব-২০২৫ উৎযাপন উপলক্ষ্যে পটুয়াখালীতে জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক এবং বালিকা ফুটবল খেলা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী খেলায় গলাচিপা উপজেলা দল মির্জাগঞ্জ উপজেলা দলকে ট্রাইব্রেকারে ৩-১গোলে পরাজিত করে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে খেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ তারেক হাওলাদার।

মৌকরন সরকারি প্রাথমিক দ্যিালয়ের প্রধান শিক্ষক সুমন চন্দ্র দাস এবং মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ফাহমিদা আমবেরীন এর সঞ্চালনে সভাপত্বির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান।

জেলা পর্যায়ে পটুয়াখালী জেলার ৮টি উপজেলার তারুণ্যে উৎসবে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা দল অংশ গ্রহন করেন। আজ সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা দল বিজয়ীদের চ্যাম্পিয়ন ও রার্নারসআপ ট্রফি তুলে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান।

খেলা পরিচালনায় ছিলেন ফুটবল রেফারি এসোসিয়েশন এর আবুল হাওলাদার, রেজাউল করিম, জলিলুর রহমান, ইরতেজা হাসান, মোঃ তারেক।

এছাড়া আরও সার্বিক দায়িত্বে ছিলেন সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা সাইদুল হক আজাদ, আবদুল হাই বিদ্যানিকেতন এর সুলতান আহমেদ, ক্রীড়া সাংবাদিক ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শারীরিক শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন।