• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে ককটেল ও পেট্রল বোমা উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১, ২০২৩, ১৭:২৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে ককটেল ও পেট্রল বোমা উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালী গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সম্মুখে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চিকনিকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ চিকনিকান্দি বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার সময় চিকনিকান্দি বাজার সংলগ্ন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। বেশ কয়েকজন দুর্বৃত্ত আকস্মিকভাবে বাজারে ঢুকে দুটি ককটেল বিস্ফোরণ করে। বিকট শব্দে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। বাজারের নৈশপ্রহরী ও স্থানীয়রা ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা সঙ্গে থাকা ককটেল ও পেট্রল বোমা রেখে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল ও ৪ পেট্রল বোমা উদ্ধার করেন। এ ঘটনায় গলাচিপা থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় করেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) ও গলাচিপা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন।

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। কসটেপ মোড়ানো চারটি ককটেল ও চারটি পেট্রল বোমা উদ্ধার করে হয়েছে। গলাচিপা থানায় একটি মামলা করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।