• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে একসঙ্গে চার সন্তানের জন্ম

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৩, ১৬:১০ অপরাহ্ণ
পটুয়াখালীতে একসঙ্গে চার সন্তানের জন্ম

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সানজিদা নামের এক নারী। সদ্যোজাত চার শিশুর মধ্যে তিনজন ছেলে ও একজন মেয়ে। চার সন্তান সুস্থভাবে জন্ম নেওয়ায় খুশি মা-বাবা।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালীর পাওয়ার হাউস রোড হলিটাস হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন পটুয়াখালীর শান্তিবাগের আজহারুলের স্ত্রী সানজিদা।

হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, মা ও শিশুরা সবাই সুস্থ আছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনি বিভাগ) জাকিয়া সুলতানা বলেন, জন্ম নেওয়া শিশুদের ওজন হয়েছে ১.৯ কেজি ১.৯ কেজি, ১.৮ কেজি, ১.৬ কেজি। আলহামদুলিল্লাহ চার নবজাতক ও মা ভালো আছেন।