• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ৩৫০ বস্তা ভিজিএফ চাল

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৩০, ২০২৪, ১৮:০২ অপরাহ্ণ
পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ৩৫০ বস্তা ভিজিএফ চাল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বসতঘর থেকে ৩৫০ বস্তা সরকারি ভিজিএফ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৯) দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ।

অভিযানে সহায়তা করে দুমকি থানা পুলিশ।
ইউএনও মো. শাহীন মাহমুদ জানান, চেয়ারম্যানের বাড়িতে ভিজিএফের ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল (সাড়ে ১৭ টন) পেয়ে জব্দ করা হয়েছে। সরকারি চাল গোডাউন ব‌্যতিত কোনো ব‌্যক্তিগত বাসা-বাড়িতে রাখার কোনো নিয়ম নেই। এটি অপরাধ। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

এদিকে ঘটনার সময় চেয়ারম‌্যান গোলাম মর্তুজা বাড়িতে ছিলেন না। তার ব্যবহৃত মোবাইলফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে। তবে ইউএনও শাহীন মাহমুদ জানিয়েছেন, চেয়ারম্যানকে খবর দেওয়া হয়েছে, তিনি পটুয়াখালী শহর থেকে আসতেছেন।