• ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে আ.লীগ নেতা আজাদ গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ১৮:১৩ অপরাহ্ণ
পটুয়াখালীতে আ.লীগ নেতা আজাদ গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে আসামিকে পটুয়াখালী জেলা আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র‍্যাব। আবুল কালাম আজাদ উপজেলা সদর শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাসেম মৃধার ছেলে।

দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, ২০২২ সালে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দুমকি থানায় মামলার ১ নম্বর আসামি তিনি। বিএনপির অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ঢাকার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র‍্যাব। রাতেই র‍্যাবের নিকট থেকে আসামি গ্রহণ করে দুমকি থানা পুলিশ। আজ দুপুর ১২টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।