• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তারিকুজ্জামান মনি’র মতবিনিময় সভা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৩, ১৪:১১ অপরাহ্ণ
পটুয়াখালীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তারিকুজ্জামান মনি’র মতবিনিময় সভা

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালী-১ আসনের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শাহজাহান মিয়ার পুত্র এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি ও এ্যাডভোকেট আরিফুজ্জামান রনির সাথে দুমকি উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে দুমকি উপজেলা অডিটিরিয়ামে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগের সদস ও পটুয়াখালী ১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

মতবিনিময় সভায় এ্যাড. আরিফুজ্জামান রনি বলেন, যেহেতু আমার বাবার বয়স হয়েছে তাই আমার ভাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

এসময় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি বলেন, দীর্ঘ বছর ধরে বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আর আমিও। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাকে পটুয়াখালী-১ আসন থেকে নৌকার মনোনয়ন দেয় তবে বাবার মতই মানুষের সেবায় কাজ করে যাবো।