• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেশা দ্রব্য সেবনে বরিশাল বিএম কলেজ ছাত্রের মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯, ১৩:৪১ অপরাহ্ণ
নেশা দ্রব্য সেবনে বরিশাল বিএম কলেজ ছাত্রের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিষাক্ত নেশা দ্রব্য সেবনে প্রদীপ সুতার দিপ্ত (২০) নামে এক কলেজছাত্র মারা গেছে। দিপ্ত বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। সে নেছারাবাদ উপজেলার ইদেলকাঠী এলাকার পরিমল সুতারের ছেলে।

দিপ্তর বাবা পরিমল সুতার  বলেন, শনিবার (২০ জুলাই) বিকেলের দিকে বরিশাল শহর থেকে গ্রামের বাড়ি ইদেলকাঠীতে যায় প্রদীপ। পরদিন রোববার সকালে ঘুম থেকে উঠে সে বমি করে। পরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে নেছারবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২জুলাই) রাত সাড়ে ১০টায় প্রদীপ মারা যায়।

পরিবারের ধারণা, প্রদীপ বিষাক্ত কিংবা নেশা জাতীয় কিছু খেয়েছে বা তাকে খাওয়ানো হয়েছে, এ কারণেই তার মৃত্যু হয়েছে। প্রদীপের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।