বুধবার নেপালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ অন্তত সাত জন নিহত হয়েছেন। নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে। বুধবার বিকেলে নেপালের তেহরাথাম জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, হেলিকপ্টারটিতে নেপালের পর্যটনমন্ত্রী ছাড়াও পর্যটন উদ্যোক্তা অং শিরিং শেরপা, নিরাপত্তা কর্মকর্তা অর্জুন ঘিমার, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী যুবরাজ দাহলও ছিলেন।