• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেছারাবাদে টাকা সহ চারজন চাদাবাজ গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪, ১৬:২৬ অপরাহ্ণ
নেছারাবাদে টাকা সহ চারজন চাদাবাজ গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের নেছারাবাদ সেনাবাহিনী কর্তৃক নিযামিত টহল পরিচালানর সময় ক্যাম্পকমান্ডার হাতেনাতে রশিদ সহ নগদ ৮ হাজার ৪ শত ৫০ টাকা উদ্ধার করেন টাকাসহ ৪জন চাদা বাজিকে ধৃত হন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ সময় উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি বরিশাল সড়কের পুারানো বাস স্ট্যাান্ড থেকে তাদেরকে সেনাবাহী ধৃত হন বা আটক করেন।

আটক কৃতরা হলেন, ছারছীনা গ্রামের আবদুল হাকিমের ছেলে মো: লোকমান,জগৎপট্টি গ্রামের আবদুল আউয়ালের ছেলে মো: ইব্রাহিম,ছারছীনা, গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: মনিরুল ইসলাম, একই গ্রামের মো: সিদ্দিকুর রহমানের ছেলে মো: ফরিদ হোসেন। নেছারাবাদ সেনাবাহিনী সেনাক্যাম্প সূত্রে জানাগেছে তাদের নিকট থেকে নগদ আট হাজার চারশত পঞ্চাশ টাকা সহ তাদের বানানো চাদা আদায়ের রশিদ জব্দ করে তাদেরকে আটক করেন।

পরে আটককৃতদের নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তন্তার করেন সেনাবাহীনি। আটককৃত মনিরুল বলেন, তারা হাসানের কাছ থেকে সাড়ে পাচ লাখ টাকায় এ সড়কে ডাক কেনা হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমীন জানান, আটক কৃতদের সেনাবাহী থানায় হস্তন্তর করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল শুক্রবার তাদেরকে পিরোজপুর কোর্টে প্রেরন করা হবে।