• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিহত সেই সেনা কর্মকর্তার পরিবারকে দেখতে গেলেন জামায়াতের আমির

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১৮:৪৩ অপরাহ্ণ
নিহত সেই সেনা কর্মকর্তার পরিবারকে দেখতে গেলেন জামায়াতের আমির

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ নিহত সেনা কর্মকর্তা তানজিমের পরিবারকে দেখতে যান আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিহত সেনা কর্মকর্তার পরিবারের খোঁজখবর নেন জামায়াত আমির।

এসময় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তানজিমের জন্য মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও জেলা সেক্রেটারিসহ স্থানীয় নেতাকর্মীরা।

এরআগে সোমবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতের হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ওই দিবাগত রাত ৩টার দিকে উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে ঘটনাস্থলে যায়।

পরে রাত ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭-৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন।

এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।