• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার, ট্রলার-স্পিডবোটসহ আটক ৪

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪, ১৭:২১ অপরাহ্ণ
নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার, ট্রলার-স্পিডবোটসহ আটক ৪

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ অবৈধভাবে যাত্রী পারাপারের সময় ভোলার মেঘনা নদী থেকে দুটি ট্রলার ও একটি স্পিডবোট জব্দ করেছে কোস্টগার্ড। এসময় চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) এম হাসান মেহেদী জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ডেঞ্জার জোনে লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট থেকে ভোলার ইলিশা ঘাটে অবৈধভাবে যাত্রী নিয়ে আসার সময় দুটি স্টিল বডি ট্রলার ও একটি স্পিডবোট জব্দ করা হয়। এসময় জড়িত চারজনকে আটক করা হয়।