বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, একটি দল নির্বাচন ভন্ডুল করার জন্য সাধ্যমতো চেষ্টা করছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করেছেন যে আগামী রোজার পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল মহানগরীর ফজলুল হক অ্যাভিনিউতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সমাবেশে জয়নুল আবেদীন এসব কথা বলেন। তিনি ‘পিআর’ ভুলে গিয়ে ব্যালটের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশের মানুষকে বাঁচান, দেশের সম্পদ এবং দেশকে বাঁচান। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। সেই ভোট ফেব্রুয়ারীতেই হবে, এর ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নেই।”
এর আগে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে সমাবেশ ও র্যালির উদ্বোধন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বরিশাল মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এসময় সমাবেশে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নগরী ও সন্নিহিত এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশস্থলে জড়ো হয়।