• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিখোঁজের ১৭ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৪, ২০:১১ অপরাহ্ণ
নিখোঁজের ১৭ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী বলগেট জাহাজ থেকে নদীতে পড়ে শাকিল গাজী (২৩) নামের এক নিখোঁজ শ্রমিকের লাশ ১৭ ঘন্টা পর উদ্ধার করা করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বেলা ৩টায় কলরাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় আন্ধারমানিক নদী থেকে মৃতের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোজ শাকিল গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশর অফিসার ইলিয়াস হোসাইন জানান, শনিবার রাতে তিশা-তাপসি নামের বলগেটটি বালু নিয়ে পায়রা বন্দর বন্দর সংলগ্ন এলাকা থেকে আন্ধারমানিক নদীর কলাবাড়ি এলাকায় পৌছায়। এ সময় বলগেটটি নোঙ্গর করতে গিয়ে ডান্ডি চুকানের সঙ্গে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীতে পড়ে নিখোজ হন। পরে রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।