• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

না ফেরার দেশে আশ্রাফ আলী শিকদার !

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৫, ২০২১, ২০:৫৬ অপরাহ্ণ
না ফেরার দেশে আশ্রাফ আলী শিকদার !

স্বপন কুমার ঢালী, বেতাগী : বরগুনার বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক চট্রগ্রাম টি এন্ড টি‘র সিবিএ সভাপতি অবসর প্রাপ্ত টি এন্ড টি কর্মকর্তা মো. আশ্রাফ আলী শিকদার (৮৪) আজ রোববার বেলা সাড়ে ১১ টায় ঢাকায় হলিফ্যামিলি হাসপাতালে ইেেন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যায় ভূগছিলেন।

গত ৭২ ঘন্টা ঢাকায় একই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ আত্মীয় স্বজন ও গ্রনগ্রাহী রেখে গেছেন।

আশ্রাফ আলী সিকদার সদালাপী, সদা হাস্যোজ্জ্বল, সৎ, ধার্মিক ও বিনয়ী স্বভাবে মানুষ ছিলেন।

তাঁর মনোমুগ্ধ ব্যবহারে ধর্ম বর্ণ জাতিভেদে সকলে সন্তুষ্টু ছিলেন। তাঁর বড় ছেলে ঢাকার বিএস গ্রুপ অফ কোম্পাণীর চেয়ারম্যান এটিএম নেয়ামুল বশির এবং বিষখালী পত্রিকার সম্পাদক বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকীর ছোট চাচা।

পরিবার সূত্রে জানা গেছে, তাঁর প্রথম জানাযা নামাজ ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে আল-মারকারাজুল মসজিদের সম্মুখে, দ্বিতীয় জানাযা নামাজ বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং তৃতীয় জানাযা বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।