• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাতনিকে ধর্ষণ চেষ্টার মামলায় দাদার কারাদণ্ড

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ১৭:৪৩ অপরাহ্ণ
নাতনিকে ধর্ষণ চেষ্টার মামলায় দাদার কারাদণ্ড

বিডি ক্রাইম ডেস্ক ॥

সিরাজগঞ্জে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় দাদা আব্দুস সাত্তারকে (৭০) ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়া মহল্লার বাসিন্দা।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে আব্দুস সাত্তার তার ছেলে আব্দুল খালেকের ৫ বছর বয়সী মেয়েকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করে দাদার ঘর থেকে বের হয়ে এসে ঘটনাটি তার মাকে বলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা শেষে গঠিত মেডিক্যাল বোর্ড শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।