• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাজিরপুরে শিক্ষা কর্মকর্তার ঘুষ চাওয়ার অডিও ভাইরাল

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ১৬:৪৭ অপরাহ্ণ
নাজিরপুরে শিক্ষা কর্মকর্তার ঘুষ চাওয়ার অডিও ভাইরাল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের নাজিরপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (টিইও) ঘুষ চাওয়ার অডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে শোনা যায় উপজেলার ৯৩ নম্বর উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির ইসলামের কাছে ১০ হাজার টাকা ঘুষ চাওয়া হয়।

গত দুই দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অডিও ঘুরে বেড়াচ্ছে। এতে নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. হেনায়ারা খানম ওই শিক্ষকের কাছে ঘুষের টাকা হিসাবে ১০ টাকা (১০ হাজার) চান।

আর ওই ভুক্তভোগী শিক্ষক ঘুষ হিসেবে তাকে ৬ হাজার দিতে চান; কিন্তু শিক্ষা কর্মকর্তা তাতে রাজি না হলে একপর্যায়ে তিনি পুরো ১০ হাজার টাকা দিতে চান। সেসময় শিক্ষা কর্মকর্তা ওই ঘুষের ১০ হাজার টাকা বিকাশে দিতে বলেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক জানান, তিনি ছুটিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা কর্মকর্তা তার কাছে ওই ঘুষের টাকা দাবি করেন। ঘুষের টাকা না দিলে তাকে ক্ষতি করার হুমকি দেন। পরে তার নির্দেশ অনুযায়ী বিকাশের মাধ্যমে ওই ১০ হাজার টাকা দেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মোসা. হেনায়ারা ঘুষ চাওয়ার বিষয়টি মিথ্যা দাবি করে বলেন, এ বিষয়ে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে। রেকর্ডিং বিষয়ে তিনি বলেন, এটি এডিট করা। তবে নাজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষকরা জানান, ওই শিক্ষা কর্মকর্তা এখানে যোগদানের পর থেকেই ঘুষ বাণিজ্য করে আসছেন। তার চাহিদামতো ঘুষ না দিলে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।

উল্লেখ্য, ওই শিক্ষা কর্মকর্তার আগেও কয়েকটি ঘুষ লেনদেনের অডিও ভাইরালসহ বিভিন্ন সময় শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে।